আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তৃতীয় প্রোগ্রাম আমাদের ৯ নং ওয়াডের ও পাশের গ্রাম আগানগর ভূইয়া বাড়ি জামে মসজিদে মক্তবের প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়েছে এই প্রোগ্রাম।
প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই এই মহৎ কাজের উদ্যোগ যে দুইজন নিয়েছেন দুলাল ও সম্রাটকে। নিজের উদ্যোগ ও নিজের পকেট থেকে হাজারখানেক টাকা খরচ করে এই ৩ টা প্রোগ্রাম করেছেন প্রথমে দড়ি বালুয়াকান্দি,পরে বালুয়াকান্দি এবং আজ আগানগরে। আমাদের গ্রামের মক্তবগুলো দেখা যাচ্ছে যে দিন-দিন বন্ধ হয়ে যাচ্ছে। এসব প্রোগ্রামের মাধ্যমে ছোটদের মনে মক্তবের প্রতি আগ্রহ বাড়বে।
সম্রাট ও দুলাল ও কাউছারের এই মহৎ প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক।তাছাড়া আপনারা হয়ত জানেন যে, আমাদের বালুয়াকান্দি গ্রামে গত ৪-৫ বছর ধরে দুলাল-সম্রাটদের মাধ্যমে বছরে ছোট করে একটা ওয়াজও চালিয়ে আসসে।
আসল কথা হলো,নিজের আগ্রহ ও চেষ্টা থাকিল নিজেই সব করতে পারে। আমরা এখন থেকে যেকোনো মহৎ কাজের উদ্যোগ নিলে তা করতে পারব ও সামর্থ রাখি ইনশাআল্লাহ।
আল্লাহ তাদেরকে কবুল করুক ও আমাদের বহু দূর এগিয়ে নিয়ে যাক, আমিন।


মাশাআল্লাহ
ReplyDelete