Skip to main content

১০০ বছর পূর্বের বালুয়াকান্দি মাদ্রাসার প্রথম শিক্ষক ও প্রথম ছাত্রের সেই ইতিহাস "

"১০০ বছর পূর্বের বালুয়াকান্দি মাদ্রাসার প্রথম শিক্ষক ও প্রথম ছাত্রের সেই ইতিহাস "

এই শতবর্ষের দিনে এসে আমি বার-বার স্মরণ করতেছি এই ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু সামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রসার সেই ১০০ বছর পূর্বের এই মাদ্রসার প্রথম শিক্ষক হাফেজ শাফি হুজুর(র) কে যিনি অক্লান্ত পরিশ্রম ও মেহনত দিয়ে গেছেন এই কমপ্লেক্সে।তার বাড়ি আমাদের পাশের গ্রাম করিমগঞ্জে। এই জামিয়ার প্রথম শিক্ষক ছিলেন তিনি।
১০০ বছর পিছনে আপনাদের নিয়ে যাব এখন। তখন মাদ্রসায় শুধু মক্তব ও হেফজ বিভাব ছিল।
হেফজ খানায় সেই যুগে প্রায় ৪০ জন ছাত্র ছিল। আপনারা জানেন যে, বর্তমানে পিচ্ছি-পিচ্ছি ছাত্ররা হাফেজ হয়ে যায়। সেই যুগে কয়েকটা গ্রাম খুজে ১-২ টা হাফেজ খুজে পাওয়া যেত। আর তখনকার ছাত্ররা ছিল বড়-বড় ও বয়স্ক।

বলতেছিল আমাদের এই মাদ্রসার কথা। শাফি হুজুর একলাই ছাত্রদের পড়াতেন ও মাদ্রসা দেখা-শুনা করতেন। কিন্তুু দুঃখের বিষয় কেহ পড়া-লেখায় মনোযোগ ছিল না,মনোযোগ বলতে হাফেজ হতে পারতেছিল না।তখন হাফেজ হতে খুবই কষ্টকর ছিল। একদিন শাফী হুজুর ছাত্রদের বললেন,বাবারা তোমারা কেন এখনও হাফেজ হতে পারতেছ না,কেন লেখা-পড়ায় মনোযোগ দাও না??

আল্লাহু আকবর। শাফী হুজুর দ্বীনের জন্য কি পরিমাণে উৎসর্গ করেছেন জানেন? তিনি চাইত কিভাবে ছাত্রদের লেখা-পড়ায় মনোযোগী করা যায়। আর সেদিন থেকেই ছাত্রদের মধ্যে শুরু হলো যুদ্ধ, প্রেম যুদ্ধ,হাফেজ হওয়ার যুদ্ধ।
শাফী হুজুর ছাত্রদের বললেন তোমাদের মধ্য থেকে যে প্রথম হাফেজ হতে পারবে তার সাথেই আমার অপরূপ রূপের রূপবর্তী একমাত্র আদরের দুলালীকে তুলে দিব ও বিয়ে দিয়ে দিব।

আর সেদিন থেকেই শুরু হলো ছাত্রদের মধ্যে লেখা-পড়ার প্রতিযোগিতা।আল্লাহু আকবর,তলেবুল এলম ছাত্র ভাইয়েরা লেখা-পড়ায় এতটাই মনোযোগ হয়েছিল যে তা শুধু কল্পনায় দেখতে পারি তাদের সেই সব রাত-জাগা মেহতনগুলো। আলহামদুলিল্লাহ, তারপর এই মাদ্রসার প্রথম হাফেজ হয়েছেন দোলোয়ার নামে এক ভাই তার বাড়ি হয় নীলক্ষা না হয় আলোকবালী, মনে হয় আলোকবালী।

তারপর শাফী হুজুরের মেয়ের সাথে হাফেজ দেলোয়ার ভাইয়েন বিয়ে হয় ও তাদের ছেলে-মেয়েদেরাও হাফেজ,হাফেজা , আলেম ও আলেমা হয়। তারপর থেকে যে কত জন হাফেজ হয়েছে তার হিসাব নাই। মনে পড়তেছে ১০০ বছর পূর্বের সেদিনের সেই দিনগুলো আজি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের দিনে। আর এখন প্রতিবছর প্রায় ৩০-৪০ জন করে হাফেজ হয়, ২০-২৫ জন করে আলেম হয়।

এই শতবর্ষের দিনে এসে বার-বার  স্মরণ করতেছি সেই প্রথম শিক্ষক হাফেজ শাফী হুজুরকে ও প্রথম ছাত্র হাফেজ দেলোয়ার ভাইকে। আর সেই শাফী হুজুর আমাদের এই বালুয়াকান্দির কবরস্থানেই জান্নাতের বাগানে ঘুমিয়ে আছেন।

হায় আল্লাহ! আপনি সাক্ষী থাকুন, হায় আল্লাহ নিশ্চয় আপনি আপনার ওয়াদা ও পুরুষ্কার সেই হাশরের ময়দানে ঘোষণা করবেন। হায় আল্লাহ আপনার রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না ও আপনার বাণী :-
"আমি কোরআনকে হেফজ করিবার জন্য সহজ করিয়াছি, অতএব কেহ কি হেফজ করিবার মতো আছে? (সূরা কামার:১৭)

হায় আল্লাহ এই মাদ্রসা থেকে হাজার-হাজার ছাত্র হাফেজ হয়েছে আপনি তাদের সকলকে কবুল করুন সেই সাথে আমার দুই হাফেজ ভাইকেও। হায় আল্লাহ সাফী হুজুররের প্রতিদান হিসেবে আপনি তার কবরের আযাব মাফ করে দিন ও চিরস্থায়ী জান্নাত দান করুন ও তার পরিবারের সকলকে, আমিন।

[৩ বছর পূর্বে কমপ্লেক্সে  প্রিয় মসজিদে ইতেকাফ বসেছিলাম তখন মোসলোউদ্দিন (খলাপাড়) দাদার কাছ থেকে শুনেছি আমিই প্রশ্ন করেছিলাম কে প্রথম শিক্ষক ও ছাত্র?]

Comments

Popular posts from this blog

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ এবং আরজ আলীর সমীপে pdf বই ডাউনলোড করুন ও পড়ুন

"প্যারাডক্সিক্যাল সাজিদ" আরিফ আজাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন।আজ আপনাদের সাথে নিয়ে আসলাম আরিফ আজাদ ভাইয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি এবং "আরজ আলীর সমীপে" বইটি। সারা বাংলার ভাইরাল বই "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ " বই দুটি। যদি বইগুলো না পড়ে থাকুন এখনই ডাউনলোড করে পড়া শুরু করুন। প্যারাডক্সিক্যাল সাজিদ: ডাউনলোড প্যারাডক্সিক্যাল সাজিদ ২ : ডাউনলোড আরজ আলীর সমীপে: ডাউনলোড আপনার কোন বইটি দরকার?  তা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ Asadullah News & Library

কাব্যঃ অপরিচিতা||কবিঃ আসাদুল্লাহ||একুশে বই মেলা ২০২৫ ইং||নরসিংদী,বাজার হাসনাবাদ,রায়পুরা,নরসিংদী||

কাব্যঃ অপরিচিতা কবিঃ আসাদুল্লহ                                কাব্যঃ অপরিচিতা                   কবিঃ আসাদুল্লাহ প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২৫ ইং কবি পরিচিতিঃ আসাদুল্লাহ এর জম্ম ১৫ ই মার্চ ২০০১ সালে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরার উপজেলার পূর্ব রায়পুরার চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের চর মধুয়া গ্রামের সিকদার বাড়িতে।আসাদুল্লাহ এর বাবার নাম হাজ্বী আঃ খালেক এবং মাতা মরহুম শিরিনা আক্তার।৬ ভাইয়ের মধ্যে আসাদুল্লাহ ৫ম,কোনো বোন নাই।বাড়ির সাথে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার(স্থাপিতঃ ১৯২১ সালে) উস্তাজুল উলামা সদর হুজুর(দা.বা) নানাজ্বীর একমাত্র  প্রিয় খাদেম ছিলেন,সদর হুজুর ১০৬ বছর বয়সে ৩১-১-২০২১ ইং ইন্তেকাল করেন। শিক্ষা জীবনঃ আসাদুল্লাহ ২০০৬ সালে চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রামের নানাীর বাড়ি থেকে প্লে-তে ভর্তি হন "চরসুবুদ্ধি ফুলকুড়ি কিন্ডারগার্টেনে" ২০০৭ সালে নার্সারী পড়া শেষ করে জম্মভূমি চর মধুয়া ...

চটি গল্পের সেক্সের দুনিয়া থেকে হেদায়েতের পথে || Asadullah News & Library||

  #চটি_গল্পের_সেক্সের_দুনিয়া_থেকে_হেদায়েতের_পথে!#Hacked_Facebook_id!! ভাবলাম এই যুব সমাজ মিডিয়া আর ফেইজবুকের কল্যাণে তার অপব্যবহারের ফলে অশ্লীলতার চরম পর্যায়ে চলে যাচ্ছে!  এদোরকে কিভাবে থামানো যায়?কিভাবে এদের যৌবনের উষ্ণ রক্তকে শীতল করা যায়।আর এর জন্যই আমার একটু প্রয়াস তাদেরকে হেদায়েতের পথে আহব্বান করার। #প্রথম_মিশন আমার প্রথম মিশন ছিল একজন বড় ভাইয়ের উপর।সে বলেছিল চট্রগ্রামে থাকে,তার প্রায় সব গোপন কথায় জেনে গিয়েছিলাম,পরে তার আইডি আমার দখলে নিয়ে আসি।তার সমস্ত ডাটা ও ডিটেলস জানতে পারি।সে আমাকে বলেছিল বাংলাদেশের চট্রগ্রামে থাকে কিন্তুু দেখলাম বিদেশে থাকে ও দোবাইয়ে এবং বাড়ি কক্সবাজারে।যাহোক,তাকে বুজানোর পর তার মুখ দিয়ে যেসব বাক্যগুলো এসেছিল "ভাই,তোমার সাথে আমার আরো আগে পরিচিত হলো না কেন?ভাই,হে সত্যিই তো আমারও তো একজন বোন আছে, আমার বোনকে কেহ যদি সেক্স ভিডিও,পিক ও অশ্লীল কথা বলে তখন আমার কাছে কেমন লাগবে?আর আমি তো এমন অজস্র মেয়েদের সাথে এরকম করে আসতেছি!!হে ভাই,তুমি আমার জীবনটাই বদলে দিয়েছ!তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর কখনো এরকম করব না। আর আমি এসব পথে এসেছি একটাই কারন সময় কাঁটানোর জ...