আজকের এই ১২ ফেব্রুয়ারি শহিদ আবরার ফাহাদ ভাইয়ের ২২তম জম্মবার্ষিকী।হৃদয়ের গহীন থেকে স্মরণ করতেছি শহিদ আবরার ফাহাদ ভাইকে
শহিদ আবরার ফাহাদ মুজাহিদের প্রতি
আসাদুল্লাহ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
পরোপকারী পূসুন ফুটিয়া, কালো হস্তগুলোর
স্পর্শ লাগিয়া গেল চিরতরে ঝড়ে,
রাজপথে মিছিলের মেলা, সেই পুষ্পকে আজি বারে-বারে মনে পড়ে।
প্রতিবাদী চির বিদ্রোহীর বিবেকের জাগ্রতে
চির গ্রাস করিল বিদ্রোহীর প্রাণ,
যার দীপ্ত কন্ঠের স্বরে,কলমের সমরে
কম্পিত ভারতী মায়ের সন্তান।
সে যে বলেছিল রাসূল; "মুজাহিদের খুনের
চেয়ে আরো দামি বিদ্রোহীর কলমের কালি",
তার যত গুন আজি কবিতায় ঢালি,
শহিদী বিদ্রোহীর স্বরে আজি বাজছে লোকের হাতে বিদ্রোহীর করতালি।
ধরিত্রীর সব বিদ্রোহীর কলেবরে লেগেছে
ঐ কালো হাতগুলোর আঘাতে চিহ্ন,
গিয়াছে বিদ্রোহীর প্রাণ, তবু বিদ্রোহী মরে নি অমর হয়ে আছে প্রতি হৃদে বিদ্রোহীর জন্য।
শুন ওরে ভাই! ভারত বিরুদ্ধী আন্দোলনে মরে নি কিন্তুু আবরার ফাহাদ,
অমর হয়ে আছে মুজাহিদ,করিয়াছে কিন্তুু গাযরাতুল হিন্দ জিহাদ!
ওরে ফাহাদ!প্রাণ বায়ু যবে যাচ্ছিল চলে কতই না পেয়েছ মৃত্যুর আহ্লাদ?
যা তুমি করিয়াছ তা যে গাযরাতুল হিন্দ জিহাদ।
আজি বঙ্গের সকলে বেদনাকাতর তার প্রতি,
কিছুতে তবু ভুলিতে নাহি পারে তার স্মৃতি।
যত প্রতিবাদ-বিদ্রোহী, যত গুন ছিল তার মাঝে,
ওরে ভাই! তার মতো করে যেন মোদের মুখেও এই প্রতিবাদ-বিদ্রোহীর সুর বাজে,
যদি না সুর বাজে তবে মহাদিবসে প্রভুর কাছে মরিব বারে-বার লাজে।
প্রভু হে!তুমি দাও তারে স্বর্গের উত্তম প্রতিদান,
দাও গো প্রভু তারে চির শহিদের সম্মান।
চির শহিদের সম্মান....শহিদের সম্মান।
উৎসর্গ করিলামঃ ভারত বিরুদ্ধী আন্দোলন ও কাশ্মিরীরে প্রতি ভালোবাসার শহিদ আবরার ফাহাদ মুজাহিদ ভাইকে।
Facebook Profil Name: Abrar Fahad ( মুজাহিদ)
তারিখঃ১০-১০-২০১৯ ইং
সময়ঃরাত ১২ টায়


Comments
Post a Comment