বীর প্রতীত,বীর মুক্তিযোদ্ধা ও সৈনিক মোবারক হোসেন দাদার ১৪ ইং ফেব্রুয়ারি ২০২০ ইং দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
#একজন_বীর_প্রতীক_মুক্তিযোদ্ধা_সৈনিক
হে বীর প্রতীক,হে বীর মুক্তিযোদ্ধা,হে সৈনিক, হে ঐতিহ্যবাহী আমীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানাগর ক্বারী বাড়ির সন্তান মোবারক হোসেন সাহেব! আমায় মাফ করবেন, আপনার সাথে ওয়াদা দিয়ে সে ওয়াদা আমি রাখতে পারি নি!!
আপনি যে ১৪ ফেব্রুয়ারি ২০১৮ সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা জানতে পেলাম আজ ১৪ ফেব্রুয়ারি ২০২০ সালে এসে!!!
আমার চোখে এখন পানি,আমি লজ্জিত, অনুতপ্ত।
আপনার সাথে পরিচয় আপনার মসজিদে তাবলীগের জামাতে গিয়ে। আপনি আমায় ফোন দিয়েছিলেন বলেছিলেন " বাবা তুমি এসে বেড়িয়ে যাও" বলেছিলাম আসব কিন্তুু যাওয়া হয় নি।
আজ ২ বছর পর আপনার মৃত্যুর সংবাদ পেলাম!আমার সিমে আজও আপনার নাম্বারটা আছে কিন্তুু ফোন দেওয়া আর হলো না।
আমায় মাফ করবেন, জাতির সামনে সেইসব কথাগুলো তুলে ধরব এবং আজই।
আল্লাহ আপনাকে জান্নাত নছিব করুক,আমিন


Comments
Post a Comment