আগামীকাল শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ও সংবর্ধণা উস্তাজুল উলাম,ছদর হুজুরকে সংবর্ধণা।
আজ দুপুর ৩ টায় ছদর হুজুরকে দেখতে যায় ও গিয়ে দেখি হুজুরের রুমে খাবারের দস্তরখনায় ও খাবার খাচ্ছেন। নানা ও মামানীর অনুরুধে আমাকেও খাবার খেতে হলো মানে আজকের দুপুরের রিজিক আল্লাহ ছদর হুজুরের বাড়িতে রেখেছে কল্পনাও করিনি! একই দস্তার খানায় বসে উস্তাজুল ওলামা ও খাদেমের রিজিক যে এভাবে বহু মাস পরে রেখেছে সত্যিই শোকরিয়া আদায় করার মতো। শুধু কি তাই,নানা হুজুরের পাতের অর্ধেক খাবারও আমাকে খেতে হয়েছে রুই মাছ দিয়ে।
ছদর হুজুর ডিসেম্বরের ১০ তারিখে মাদ্রসায় গিয়েছিলেন তারপর তো অসুস্থই হয়ে গেলেন ২ মাস ধরে মাদ্রনায় যাওয়া হয় না!! আজ হুজুরকে বললাম রিকসায় করে নিয়ে যাব ও পোরো কমপ্লেক্স দেখাব ও আসরের নামাজ মাদ্রানায় পড়ব। রিকসা আনলাম ও নানা হুজুরকে পাঞ্জাবিও পড়ানো হলো। কিন্তুু শরীরটা হয়ত আর ভালো লাগতেছে না তাই না করে দিল।
যাহোক,আলহামদুলিল্লাহ, উস্তাজুল উলামার শরীর ভালো আছে।আগামীকাল কারা-কারা মেহমান আসবেন ও ওয়াজ ফরমাবেন তা জানতে চাইলে হুজুরেরর সব খুলে বলি।
যাহোক, ১০০ বছর পূর্তি অনুষ্ঠান সফল হোক ও উস্তাজুল উলামাকে আল্লাহ হেফাজত ও নেক হায়াত দান করুক,আমিন।

Comments
Post a Comment